মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে ওয়ায়সিটিএ ওয়ান্ডেরার্স এবং ফ্যালকন এর মধ্যে অনুষ্ঠিত খেলায় ওয়ায়সিটিএ জয়লাভ করেছে।
খেলায় ওয়ায়সিটিএ ১৬ রানে ফ্যালকন একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়ায়সিটিএ ৩৫ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ সংগ্রহ করে। দলের পক্ষে আসিফ সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে খেলতে নেমে ফ্যালকন ৪০ ওভারে ১৪০ রান করে সবাই আউট হয়ে যায়। হিমেল দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন। ওয়ায়সিটিএ’র রাশেদ ৪ টি উইকেট লাভ করেন।