বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে প্রশিক্ষিত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালের দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মূনিরের সভাপতিত্বে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.মহিউদ্দিন আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আসাদুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।