মেহেরপুর নিউজ:
রমজানের প্রথম দিন মেহেরপুরের ইফতার সামগ্রী দোকানগুলোতে ক্রেতার ভিড়। দাম ছিল নাগালের বাইরে। পবিত্র রমজানের প্রথম দিনে রোজাদারদের মধ্যে ভালো ইফতারের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে।মানুষ যেন সাধ্যমত ইফতার সামগ্রী ক্রয় করে। তাই যৌক্তিক কারণে ইফতারের দোকানগুলোতে ভীড় লক্ষ্য করা গেছে।
বিশেষ করে মেহেরপুর শহরের প্রধান সড়কের ২ পার্শ্বে অস্থায়ী ইফতার সামগ্রীর দোকান সহ ফল ফলারীর দোকানগুলোতে ক্রেতা সাধনের ভীড় বেশি লক্ষ্য করা গেছে। বিশেষ করে পিয়াজু, চপ, ছোলা, মুড়ি, জিলাপি, বুন্দিয়া, ক্ষীর খেজুর, আপেল, আঙ্গুর, তরমুজ,কলাসহ সাধ্যমত ক্রেতারা তাদের ইফতার সামগ্রী ক্রয় করতে ভীড় জমান। শ
হরের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে ইফতারের মূল আকর্ষণ পিয়াজু ২৫০ টাকা, বেগুনি ২৫০ টাকা, ছোলা ২০০ টাকা, জিলাপি ১৮০ টাকা, চপ প্রকারভেদে ৫ থেকে ৭ টাকা পিচ দরে বিক্রি করতে দেখা গেছে।মাঝারী আকারের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। কলা প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা হালি বিক্রি করা হচ্ছে।