মেহেরপুর নিউজ,১২ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তাদের ওনার বোর্ড প্রদান করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা ভূমি অফিসে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের হাতে ওনার বোর্ড তুলে দেন। সদর উপজেলার একটি পৌরসভাসহ মোট ৬টি ওনার বোর্ড স্ব স্ব কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, গাংনী সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাত মান্নান, আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, সহকারী কমিশনার মো: আরিফ হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন ।