জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরে আসছেন এপার-ওপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল

By মেহেরপুর নিউজ

April 16, 2019

মেহেরপুর নিউজ, ১৬ এপ্রিল: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের কনসার্টে এবার বাড়তি আকর্ষন হিসেবে যোগ হয়েছে ভারতীয় জি-বাংলা চ্যানেলে জনপ্রিয় মিউজিক্যাল শো’ সারেগামাপা মাতানো জনপ্রিয় কন্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। নোবেল এর বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। তার বাবা একজন গামেন্টস ব্যবসায়ী।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত বিশেষ কনসার্টে গান গাইবেন এই শিল্পী। নোবেল ছাড়াও গান গাইবেন  দেশের বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পীসহ মেহেরপুরের জনপ্রিয় শিল্পীরা।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুজিবনগর দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং এ এপার ওপার বাংলা মাতানো কন্ঠ শিল্পী মাইনুল আহসান নোবেল এর গান গাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর জেলা প্রশাসন।

আগামীকাল বুধবার বিকাল ৩ টায় মুজিবনগর কমপ্লেক্স চত্বরে বিশেষ মঞ্চে এই কনসার্ট শুরু হবে। তবে নোবেল  গান পরিবেশন করবেন সন্ধ্যার পরপরই বলে জানা গেছে।  কনসার্ট দেখতে চোখ রাখুন : মেহেরপুর নিউজের ফেসবুক পেইজে।