বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 24, 2025

মেহেরপুর নিউজ:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মেহেরপুর পৌর বিএনপির উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ প্রমুখ। পরে সেখানে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনাই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।