মেহেরপুর নিউজ:
মেহেরপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে, বাড়ছে মৃত্যুও। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। তাদের মধ্যে করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ২ জন।
মঙ্গলবার ভোরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ তিন জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামের খইমুদ্দিন ইসলামের ছেলে কেরু ইসলাম (৫০) সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এছাড়াও করোনার উপসর্গ নিয়ে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোসলেম আলীর ছেলে ছানু মিয়া (৫৭) ভোর ৫ টা ১০ মিনিটে এবং যাদবপুর গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী নাসিমা খাতুন(৫২) ভোর ৫ টার দিকে মৃত্যুবরণ করেন।