মেহেরপুর নিউজ,২১ মে:
মেহেরপুরে আমে রাসায়নিক ব্যবহার নিরুৎসাহিত করণের লক্ষ্যে এবং বিদেশে রপ্তানির লক্ষ্যে আমচাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান,
জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আতিউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান। কর্মশালায় আমে রাসায়নিক ব্যবহার করা হলে তার ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং আগামী ২৫ মে থেকে হিমসাগর আম রপ্তানি প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়। কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৩ শতাধিক আমচাষীরা অংশগ্রহণ করেন।