মেহেরপুর নিউজঃ
মেসার্স আল মক্কা এন্ড মদিনা বাণিজ্যলয়ের উদ্যোগে আমদানি ও রপ্তানিকারকের বার্ষিক কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আবুল হাসেমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ সামসুল আলম, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার অনলাইনে যুক্ত ছিলেন সঞ্জয় কুমার মন্ডল।
অনিয়ন কমিশন এজেন্ট এন্ড সাপ্লায়ার্স পশ্চিমবঙ্গের রতন কুমার। উপ সহকারী কৃষি অফিসার আশরাফুল আলম, উপ সহকারী প্রানীসম্পদ অফিসার রহমতুল্লাহ, ইউপি সদস্য মশিউর রহমান ডাবলু, আব্দুল মজিদ। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।