অন্যান্য

মেহেরপুরে আমগাছের ডাল চাপায় গৃহবধু সজ্ঞাহীন

By মেহেরপুর নিউজ

May 03, 2015

মেহেরপুর নিউজ,০৩ মে: আমকুড়াতে যেয়ে আমগাছের ডাল চাপা পড়ে শান্তি(৪৫) নামের এক গৃহবধু আহত হয়েছে। বর্তমানে সে সজ্ঞাহীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, রোববার রাতে ঝড়ের সময় শহরের ঘাটপাড়ার মুনতাজ আলীর স্ত্রী শান্তি বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে যায়। এ সময় গাছের একটি ডাল ভেঙ্গে পড়লে সে ডালের নিচে চাপা পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শান্তি জ্ঞান না ফেরা পর্যন্ত আশংকামুক্ত বলা যাচ্ছেনা।