মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের হোটেল বাজার নিমতলার এজাজ নামের একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রহমান (৩৮) নামের এক অটোচালকের গলাকাটা হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল মালিক ঝন্টু মিয়াকে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
অটোচালক আব্দুর রহমান মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুর রহিমের ছেলে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আবাসিক হোটেল ইজাদের চতুর্থ তলার একটি কক্ষ থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে ডিবি ও মেহেরপুর সদর থানা পুলিশ।
জানা গেছে গত বৃহস্পতিবার শোলমারী গ্রামের আব্দুর রহমান ইজি বাইক নিয়ে বাড়ি যাওয়ার পরপরই একই ইউনিয়নের উজুলপুর গ্রামের আলমগীর কবীর বাদশার ছেলে নাহিদ তার ইজি বাইক রিজার্ভ করে নিয়ে আসে। ওই ঘটনার পর থেকে আব্দুর রহমানের ফোন বন্ধ থাকে। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলাতে পারিনি। রবিবার বিকালের দিকে হোটেলে এজাজের ৫ তলা ভবনের নিচে অবস্থিত একটি খাবার হোটেলের মালিক দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মেহেরপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের দল হোটেলে এজাজের প্রবেশ করে পাঁচতলার চতুর্থ তলার একটি পক্ষ থেকে জবাই করা অবস্থায় হাত পা বাঁধা অর্ধ গলিত লাশ উদ্ধার করেন। ওই সময় কক্ষটির বাইরে থেকে তালা মারা ছিল। খবর পেয়ে রহমানের পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। এদিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেলে এজাজে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই শহরের প্রাণকেন্দ্রে হোটেল বাজার মোড়ে শত শত মানুষ জড়ো হয়। ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন।
মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান,গত বৃহস্পতিবার অটোচালক আব্দুর রহমান তার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রোববার দুপুরে মেহেরপুর এজাজ আবাসিক হোটেল থেকে তার হাত-পা বাঁধা ও গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। কে বা কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা সনাক্ত ও গ্রেফতার করতে প্রশাসনের একাধিকদল মাঠে নেমেছে।
এদিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আবাসিক হোটেলে এজাজের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারিনি। নিহত রহমান সহ তার সঙ্গে কে, কবে, কখন হোটেলে প্রবেশ করেছে তা দেখাতে ব্যর্থ হয়েছে হোটেল কর্তৃপক্ষ।