মেহেরপুর নিউজ:০৭ জুলাই মেহেরপুরে মাছের দ্রুত বর্ধনশীল ও বংশ বৃদ্ধির করার লক্ষে চীন থেকে কার্প জাতীয় মাছের পোনা আনা হয়েছে ।
মেহেরপুর মৎস্য উৎপাদন খামার ব্যস্থাপক ড. আসাদুজ্জামান মানিক জানান,সরকারী ভাবে প্রায় ৪০ বছর আগে এই জাতীয় পোনা বাংলাদেশে আনা হয়েছিল। যে মাছ এখন মিনারকার্প ও ব্রিগেড নামে পরিচিত। মাছ এখন আকারে বৃদ্ধি পেয়েছে কম। সেই কারনে সরকারী ভাবে আবার পোনা আনা হয়েছে। এই মাছ গুলো ২ থেকে আড়াই বছর পর মা-বাবা মাছ হিসাবে বাছায় করে বাচ্চা ফুটিয়ে পুকুর মালিকদের মাঝে প্রদান করা হবে।