বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্ত ইউনিয়ন শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

February 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদে আন্ত ইউনিয়ন পৌরসভা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মেহেরপুর পৌর এলাকার দশটি বিদ্যালয় সহ সদর উপজেলার বুড়িপোতা ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রতিযোগিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, বাড়ি বাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শাশ্বত চক্রবর্তী, বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া তুলি এ সময় সেখানে উপস্থিত ছিলেন।