মেহেরপুর নিউজ, ২৬ জুন :
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এসকে এফতেখার মোহাম্মদ।
এর আগে মাদক াবরোধী একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনর নেতেৃত্বে র্যালীটি বাদ্যের তালে তালে জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন চত্ত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এসকে এফতেখার মোহাম্মদ, খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।