অন্যান্য

মেহেরপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 03, 2016

মেহেরপুর নিউজ, ০৩ ডিসেম্বর :

টেকসই ভবিষ্যত গড়ি ১৭টি লক্ষ অর্জন করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৮ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে মেহেরপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানে আয়োজন করে। এ উপলক্ষে সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদিক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীর কাছে গিয়ে শেষ হয়। র‌্যালীতে অন্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক দেলওয়ার হোসেন, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, জেলা আ.লীগর উপদেষ্টা আশকার আলী, জেলা প্রতিবন্দী বিষয়ক কর্মকর্তা সাদিক হোসেন বাবুল, মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আল। বক্তব্য রাখেন ওমর ফারুক, আকলিমা খাতুন প্রমুখ। এসময় ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও ক্যাচ প্রদান করা হয়।