মেহেরপুর নিউজ, ০৫ মে :
মেহেরপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে “সবার জন্য স্বাস্থ্য” বিষয়ক আলোচনা সভা ও র্যালী আয়োজন করা হয়।
রবিবার সকালে বিএনএ স্বানাপ ও নার্সেদের উদ্যোগে মেহেরপুর জেরারেল হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার তাহাজেল হোসেনের সভাপতিত্বে “সবার জন্য ¯^াস্থ্য” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরএমও ডা. এহসানুল কবীর, উপতত্বাবোধায়ক (সেবা) নাজমা খাতুন, জেলা পাবলিক হেলথ এর নুব নাহার, ইপ্যাক্ট এর অধ্যক্ষ ফ্লোরা নন্দিতা চেীধুরী।
বক্তব্য রাখেন নার্স সুপার ভাইজরি পাপিয়া খাতুন, সাইদা মরিয়ম, কুলসুম আরা, শুশিলা মন্ডল, শিরিন আক্তার, হেমা, আছিয়া প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। আরএমও ডা. এহসানুল কবীরের নেতৃত্বে র্যালীটি পৌর ঈদগাহ গেট থেকে শুরু করে ওয়াপদা সড়ক প্রদক্ষিন শেষে জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।