মেহেরপুর নিউজ, ৩০ এপ্রিল:
৩৬ তম আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রবিবার রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনেআলোচনা সভা ও নৃত্যনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিল্পকলার একাডেমির সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক খাইরুল হাসান, পি পি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, অধ্যাপক হাসানুজ্জামান মালেক। বক্তব্য রাখেন শিল্পকলার সাধারণ সম্পাদক সাইদর রহমান ।
আবুল হাসান দিপ ও সুলতানা রাজিয়া টনির সঞ্চালনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সাব্বির হোসেন সোহাগ, ইশরাত জাহান হিরা, মোহনা, হৃদিতা, মালিহা, মিতু, মায়াবী, রুহি, সেজুতি, আরোরা, চিনি, আরবি, কথা, রায়সা, স্পিহা, মেধা, পলাশী, সুরুজ, মুগ্ধ, অন্তি, সারা, প্রিয়া, প্রিয়ন্তী, জ্যোতি, শিবতুল, প্রজ্ঞা, লাজুক, প্রমুখ ।
অনুষ্ঠানে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, ফাগুনে মোহনা, ভরত নট্রম, মনটা লেখা নদীর তীরে, পান খাইয়া ঠোট লাল করিলাম, নিন্দারে পলাশের বন, আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে সহ বিভিন্ন গানের সুরে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন । নত্যনুষ্ঠান পরিচালনা করেন সাব্বির হোসেন সোহাগ।