মেহেরপুর নিউজ,৩১ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের নেতৃত্বে শিল্পকলা একাডেমীর মোড় হতে একটি র্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, পিআইও নাহিদা সুলতানা, ফায়াস সার্ভিস ষ্টেশন ম্যানেজার সেলিম রেজা প্রমুখ।