মেহেরপুর নিউজ,১০ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে র্যালীর মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। বাদ্যের তালে তালে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো ইবাদত হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনয়াতনে আলোচনা সভা আনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো:ওয়ালী উদ্দীন, সহকারী কমিশনার মোহাম্মদ অনিক ইসলাম, সুজন দাশ গুপ্ত, সহকারী অধ্যাপক ফুয়াদ খান, সদর থানার ওসি (তদন্ত) মো: জিল্লুর রহমান, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ। পরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।