বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 18, 2024

মেহেরপুর নিউজ:

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মেহেরপুরে প্রবাসী মেলা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে ফিতা কেটে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় ২০ টি স্টল স্থান পেয়েছে। এদিকে এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরী চতুর থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অন্যদের মধ্যে টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির, পুলিশ ইন্সপেক্টর জাকির হোসেন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।