মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী মেহেরপুর পৌরসভা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষদিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাফউদ্দৌলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী মেহেরপুর পৌরসভা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার নিজেদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
সমাপনী দিনে অন্যদের মাঝে প্রধান শিক্ষক নুরুল গনি, সুরাইয়া বানু শাহানাজ খাতুন, শাইলা খাতুন, মাজেদা খাতুন, রাশিদুল হাসান, সহকারী শিক্ষক মনিরা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন