বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আদম ব্যাপারী কারাগারে

By মেহেরপুর নিউজ

July 17, 2024

মেহেরপুর নিউজ:

সাড়ে ১৫ লক্ষ টাকার বিনিময়ে বিদেশে পাঠানোর পর ৪৫ দিন কারা ভোগ শেষে দেশে ফিরে আদম ব্যাপারীর বিরুদ্ধে মামলা দায়ের। কে এম হারুন আর রশিদ নামের এক আদম ব্যাপারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার হারুনুর রশিদকে কারাগারে পাঠানো হয়। আটক হারুনার রশিদ মেহেরপুর শহরের ঘোষপাড়ার হাকিম মিয়ার ছেলে।

জানা গেছে মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঘালিকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসানুজ্জামানেক স্পেনে পাঠানোর জন্য কে এম হারুন আর রশিদ সাড়ে ১৫ লক্ষ টাকা গ্রহণ করে। পরে হাসানোরুজ্জামানকে অবৈধ পথে স্পেনে পাঠানোর সময় অস্ট্রেলিয়া পুলিশের কাছে ধরা পড়ে। সেখানে ৩৫ দিন কারা ভোগের পর হাসানুজ্জামানকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে দেশে ফেরার পর হাসানুজ্জামান বাদী হয়ে ১৭ জুলাই ধারা- ৩১(ক)/৩১(খ)/৩১(গ)/৩১(ঘ)/৩৩/৩৪ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩; এ হারুন আর রশিদের নামে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মেহেরপুর সদর থানার, এফআইআর নং-৩৩, জি আর নং-২৫০। পরে পুলিশ হারুনুর রশিদকে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।