এক ঝলক

মেহেরপুরে আজ সর্বোচ্চ একদিনে আক্রান্ত ৮১ জন

By মেহেরপুর নিউজ

June 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে যত দিন যাচ্ছে তৈরী হচ্ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে আরো ৮১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে আক্রান্তের হার  ৪১.১১ শতাংশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন ।

মেহেরপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলায় নতুন শনাক্ত ৮১ জনের মধ্যে  সদর উপজেলায় ২৫ জন, গাংনী উপজেলায় ৩৯ জন এবং মুজিবনগর উপজেলায় ১৭ জন।

এ পর্যন্ত বর্তমানে মেহেরপুর জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ শ ৮৫ জনে দাঁড়াল। এর মধ্যে সদর উপজেলায় ১৯১ জন, গাংনী উপজেলায় ১৯৬ জন ও মুজিবনগর উপজেলায় ৯৮ জন আক্রান্ত হয়েছেন। এবং জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ শ ৫৯ জন। এবং এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

স্বাস্থ্য বিভাগ বলছে-  লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণেই মেহেরপুরে দিনে দিনে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।