এক ঝলক

মেহেরপুরে আজ প্রাপ্ত ৭ জনের রিপোর্ট করোনা মুক্ত

By মেহেরপুর নিউজ

April 25, 2020

করোনাভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষায় মেহেরপুরে আরও সাত জনের রিপোর্ট এসেছে। শনিবার আশা সাতজনের মধ্যে কারোর কোন ভাইরাসের জীবানু পাওয়া যায়নি।

আজ শনিবার সহ মেহেরপুর জেলায় মোট ২৬৭ জনের সোয়াব পরীক্ষা রিপোর্ট এসে পৌঁছেছে। সোয়াব পরীক্ষা করার জন্য শনিবার পর্যন্ত ৪ শতাধিক ব্যক্তির পরীক্ষা করার জন্য আইইডিসিআর সোয়াব ( নাক ও গলার কফ) পাঠানো হয়েছিল। এরমধ্যে পর্যন্ত ২৬৭ জনের সোয়াব পরীক্ষা শেষে তাদের মধ্যে ২৬৫ জনের করোনা ভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি বলে রিপোর্ট প্রদান করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।