মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুন:
সারের মূল্য বৃদ্ধি পাওয়ার পর পুলিশের সহযোগীতায় মেহেরপুর বিভিন্ন সার ডিলারের কাছ থেকে আগের মূল্যে সার বিক্রি করা হচ্ছে। আগের কেনা বিপুল পরিমাণ সার মেহেরপুরের বিভিন্ন ডিলারের কাছে মজুদ রয়েছে এমন খবর জানা-জানি হওয়ার পর চাষিদের অনুরোধে স্থানীয় কৃষি সম্প্রসারন বিভাগ পুলিশের সহযোগীতা নিয়ে চাষীদের কাছে আগের মূল্যে সার বিক্রি করেছে। ইউরিয়া সারের মূল্য দ্বি-গুন হওয়ায় বর্তমানে চাষীদের সারের খুব একটা প্রয়োজন না হলেও সার কিনতে প্রখর রোদ্র উপেক্ষা করে চাষীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সার কিনতে দেখা গেছে। আগে আসলে পাওয়া যাবে এই মন-মানসিকতা নিয়ে চাষীরা সার নিতে লাইনে দাঁড়ালেও একাধিকবার হাতা-হাতির উপক্রম হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সার বিক্রি করতে সহায়তা করে।