বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদেদের স্বরণে স্মরণসভা

By মেহেরপুর নিউজ

December 03, 2024

মেহেরপুর নিউজঃ

২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদেদের স্বরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা,বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রনি আলম নুর,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমির মাওলানা মোঃ তাজউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক,জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আলমগীর খান ছাতু,,পৌর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর বিশ্বাস,খন্দকার মুজিত উদ্দিন, হাসনাত জামান শেখ, মোঃ মোজাহিদুল ইসলাম, হাসান আব্দুল্লাহ, ইমতিয়াজ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা সার্বিক প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মনির,জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনসারুল হক, বিএনপির মৎস্যজীবী যুগ্ম সম্পাদক গুরু হালদার।

পরে ২০২৪ সালের জুলাই আগস্টে গন অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং।সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়।