এক ঝলক

মেহেরপুরে আক্রান্ত ৭৫, একদিনে সর্বোচ্চ আক্রান্ত

By মেহেরপুর নিউজ

June 27, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে আরো ৭৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে আক্রান্তের হার  ৪৭.১৬ শতাংশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন ।

শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর হলো মেরিনা খাতুন (৩৫),নজরুল ইসলাম (৫৫), শাহিদা খাতুন(৬০), রিনা খাতুন (৪৫) গফুর শেখ (৭০) এবং মোহন আলী (৬০) মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তিদের প্রায় এক সপ্তাহ পূর্বে করোনা পজিটিভ রিপোর্ট আসে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তারা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় ৪৪ জনের মৃত্যু হলো।

মেহেরপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলায় নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে  সদর উপজেলায় ৩২ জন, গাংনী উপজেলায় ৩৯ এবং মুজিবনগর উপজেলায় ৪ জন। এ পর্যন্ত বর্তমানে মেহেরপুর জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ শ ৩০ জনে দাঁড়াল। এর মধ্যে সদর উপজেলায় ১৭৯ জন, গাংনী উপজেলায় ১৬২ জন ও মুজিবনগর উপজেলায় ৮৯ জন আক্রান্ত হয়েছেন। এবং জেলায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১১ শ ৩৭ জন।

অপরদিকে ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে জেলায় কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে।