মেহেরপুর নিউজ,১৪ জুলাই:
আইপিওয়াইজি বাংলাদেশ’র মেহেরপুর শাখার সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে আইপিওয়াইজ’র পিস এ্যাম্বাসেডর ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা শিক্ষক সমিতির সহসভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা ইসরাইল হোসেন, আবুল কাশেম, রবিউল ইসলাম বাবুল, আব্দুর রশিদ, ওয়াহেদ মুরাদ, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান।
সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, আইপিওয়াইজি একটি সেবামূলক সংগঠন। আর্ত মানবতার সেবাই বিশ্বের বিভিন্ন দেশে এ সংগঠন কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তরুণ ও যুব সমাজই পারে সুকী সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। তারা যেন ভুল পথে পরিচালিত না হয় তার জন্য আইপিওয়াইজি পথ প্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে।
পরে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।