বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে আইজি কাপ কাবাডি লীগে মুজিবনগর চ্যাম্পিয়ান

By মেহেরপুর নিউজ

October 22, 2015

মেহেরপুর নিউজ,২২ অক্টোবর: মেহেরপুর পুলিশ বিভাগের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত আইজি কাপ কাবাডি লীগে মুজিবনগর থানা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত শেষ খেলায় মুজিবনগর থানা ৪৫-৪৩ পয়েন্টে গাংনী থানাকে পরাজিত করে ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হয়। মেহেরপুর সদর থানা ৩ পয়েন্ট পেযে রানার্সআপ হয়। খেলায় বিজয়ী দলের সাজেদুল সেরা

খেলোয়ার হয়। খেলা শেষে পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী।