অন্যান্য

মেহেরপুরে অরণীর থিয়েটারের আবোল তাবোল সাংস্কৃকিত অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

May 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ মে: মেহেরপুর অরণী থিয়েটারের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবোল তাবোল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাট্যভাবনা, নৃত্য সঙ্গীত অনুষ্ঠিত হয়। অরণী থিয়েটার, অরণী চিলড্রেন থিয়েটার ও ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যান্ড এর সহযোগীতায় অনুষ্ঠিত আবোল তাবোল অনুষ্ঠানে বক্তব্য রাখেন অরণীর সভাপতি নিশান সাবের, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।