মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর পেশাজীবী ফোরামের উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
পৌর পেশাজীবী ফোরামের সভাপতিত্ব ড. আব্দুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওঃ তাজ উদ্দিন খান।এতে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন কবিও গবেষক জামান সাদী।সহকারী অধ্যাপক ড.আলিবদ্দীনের সঞ্চালনায় “আমাদের ভাষা আন্দোলনের একুশে চেতনা” শীর্ষক সেমিনারের অন্যদের মাঝে বক্তব্য রাখেন পেশাজীবী ফোরামের সদস্য নুর রহমান।