কৃষি সমাচার

মেহেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি

By মেহেরপুর নিউজ

May 28, 2020

মেহেরপুর নিউজ:

অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২০, ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল পদ্ধতিতে লটারি মাধ্যমে মেহেরপুর সদর উপজেলায় ৫ টি ইউনিয়নে ১ হাজার ৫শ ১৩ জন কৃষকের নাম নির্ধারণ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থাকে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কৃষকদের নাম বাছাই করা হয়। এতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ৩১১ জন, বুড়িপোতা ইউনিয়নের ৩২৩ জন, আমঝুপি ইউনিয়নের ৩৩৬ জন, আমদহ ইউনিয়ন ২৪৩ জন, পিরোজপুরে ৩৮৯জন এবং পৌরসভার ৬০ জনের নাম তোলা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন আক্তার, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু,আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।