মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগ অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৪-২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৩ টাকা কেজি ধান। এবং ৪৭ টাকা কেজি দরে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।মেহেরপুর জেলা খাদ্য কর্মকর্তা এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা ভারপ্রপ্ত কর্মকর্তা দেবদুত রায়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, অবশরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিরুল ইসলাম,মিলার আজিরুল ইসলাম, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক ইমতিয়াজ আহমেদ।চলতি মৌসুমে মেহেরপুর জেলার ৩টি উপজেলায় ১ হাজার ৯৪১ মেট্রিকটন ধান। এবং ১ হাজার ৯৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এর মধে মেহেরপুর সদর উপজেলায় ৬৯৪ মেট্রিকটন ধান এবং ৭৮২ মেট্রিক টন চাল। মুজিবনগর উপজেলায় ২২১ মেট্রিক টন ধান। ৯৬ মেট্রিকটন চাল। এবং গাংনী উপজেলায় ১ হাজার ২৬ মেট্রিক টন ধান। এবং ২১৭ মেট্রিক টন চাল ক্রয় করা হবে