আইন-আদালত

মেহেরপুরে অবৈধ বালু উত্তোলনের মেশিন ও পাইপ উদ্ধার ।। বিপুল পরিমান বালু জব্দ

By মেহেরপুর নিউজ

August 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ আগষ্ট: সরকারী খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চাঁদপুর শিশিরপাড়ার মাঠ থেকে আনুমানিক ৫লক্ষ টাকার পরিমান বালু সহ বালু উত্তোলণের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন ও ২০টি পাইপ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে মেহেরপুরের সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শুভ্রা দাস এ অভিযান পরিচালনা করেন।

শুভ্রা দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে চাঁদপুর শিশিরপাড়ার মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় চাঁদপুরের শিশিরপাড়ার চাঁদ আলীর ছেলে মোশাররফ হোসেন সরকারী খাস জমি থেকে বালু উত্তোলন করছিলেন। ভ্রাম্যমান আদালতের টিমের খবর পেয়ে সে পালিয়ে যায়। এসময় তার পরিবারের লোকজনকে বালু না তোলার জন্য নিষেধ করে আসা হয়। তারপরও বিকেলে আবার বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন, ২০টি পাইপ উদ্ধার করে মেহেরপুরে নেয়া হয়। একই সঙ্গে উত্তোলন করা ৫ লক্ষাধিক টাকার বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদনীনের জিম্মায় রেখে আসা হয়। ইতি পুূর্বে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত মোশারফ হোসেন কাছে থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল।