মেহেরপুর নিউজ,১৭ আগষ্ট:
মেহেরপুরের প্রধান সড়ক গুলোতে অবৈধ যান বন্ধ করার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে বাস মালিক সমিতির সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, বাসমালিক সমিতির সদস্য গোলাম রহমান বিশ্বাস, বাপ্পি পাল, সাফুয়ান আহমেদ রুপক, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা প্রমুখ।