মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারি:
মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যাগে সমিতির সদস্যদের মাঝে জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির মালো পাড়া নিজস্ব কার্যালয়ে দরিদ্র ২৬ জন সদস্যদেরকে মোট ৬২ হাজার টাকা জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এ সময় মেহেরপুর জেলা অবসর প্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হাজী মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন উপস্থিত থেকে এই সহায়তা প্রদান করেন।