অন্যান্য

মেহেরপুরে অবরোধের মধ্যে যানবাহন চলাচল করাণোর লক্ষ্যে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

January 10, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জানুয়ারি: পুলিশের সহযোগীতায় অবরোধের মধ্যে যানবাহন চলানোর লক্ষ্যে মেহেরপুর পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, র‌্যাব কমান্ডার নুরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড.মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী,গাংনী পৌর মেয়র আহম্মদ আলী, জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ্ব মো: গোলাম রসুল, ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমান রানা, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়ার উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা সভাপতি শাহেদুজ্জামান খোকন, সাধারন সম্পাদক এম এ খালেক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলি কদর, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নুর হোসেন আঙ্গুর, আহবায়ক আনোয়ারুল হক কালু প্রমুখ।