সাঈদ হোসেন/মুজাহিদ মুন্না,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারী:
মেহেরপুর জেলার ৩ টি উপজেলার ১৮ টি ইউনিয়ন পরিষদের সককয়টি তথ্যসেবা কেন্দ্রে একযোগে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের লক্ষ্যে অনলাইনে নিব›দ্ধন কার্যক্রম শুরু হয়েছে । এই কার্যক্রম চলবে ২১ জানুয়ারী পর্যন্ত। ২২ জানুয়ারী মেহেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে লটারীর মাধ্যমে শেষ হবে অনলাইনে নিবন্ধন কার্যক্রম।
এদিকে মেহেরপুর সদর পৌরসভা ও গাংনী পৌরসভার বাসিন্দারা শহরের পাশ্ববর্তী ইউনিয়ন পরিষদে তাদের নিববন্ধন করতে পারবে।
আজ শনিবার সকাল ৯ টায় মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন আমঝুপি ইউনিয়ন পরিষদে জেলা ব্যাপী অনলাইনে নিব›দ্ধন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা জানান,মেহেরপুর সদর উপজেলার প্রতিটি তথ্য সেবা কেন্দ্রে এবং গাংনী উপজেলার সবকয়টি কেন্দ্রে পৌরসভার বাসিন্দাদের জন্য একটি করে নিববন্ধন বুথ রাখা হয়েছে।
মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের নিবন্ধন করতে আসা টনিক আহাম্মেদ ও আব্দুল রশিদ বলেন, শুক্রবার রাত ৮ টা থেকে এখন পর্যন্ত লাইনে দাড়িয়ে থেকেও রেজিষ্টেশন করতে পারিনি। কারণ আমরা রাত ৮ টার দিকে আসলেও আমাদের আগেও ৪০-৫০ জনকে লাইনে দাড়িয়ে থাকতে দেখেছি।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মেহেরপুর নিউজকে বলেন,শান্তিপূর্ণ পরিবেশে নিববন্ধন কার্যক্রম চলছে। যতক্ষণ শেষ না হয় ততক্ষণ কার্যক্রম চালিয়ে যাবো। কাজের কোন অসুবিধা না হয় সেজন্য বিকল্প হিসেবে দু’টি জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য,আগ্রহী কর্মীদের বাংলাদেশের নাগরিক, কৃষিকাজে অভিজ্ঞতা, বয়স সীমা ১৮ থেকে ৪৫ বছর, গ্রাম এলাকার প্রকৃত বাসিন্দা, কর্মীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট বা তদুর্ধ্ব, শরীরের ওজন কমপক্ষে ৫০ কেজি ও মেডিকেল ফিট এবং সর্বনিম্ন ২৫ কেজি ওজনের মালামাল হাতে করে বহনের ক্ষমতা হবে।