নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বেদে ও অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় দলিত সম্প্রদায়ের ৫০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের সম্মানী প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।