মেহেরপুর নিউজ, ৩১ আগষ্ট: সহকারী শিক্ষককে সাময়িক বহি:স্কার করার পরও শিক্ষার্র্থীরা ক্লাস না করে বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। এসময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দুপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর সিও লে. কর্ণেল আমির মজিদের গাড়ি বহর সেই অবরোধে আটকা পড়েন। তিনি মুজিবনগরে বিএসএফর সাথে একটি পতাকা বৈঠকে মিলিত হওয়ার জন্য যাচ্ছিলেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে। উব্দুদ্ধ পরিস্থিতিতে স্কুলে কোনো ক্লাস না করিয়ে সাধারণ ছুটি দেয়া হয়েছে। এদিকে শিক্ষকের বিচার হওয়ার পরও শিক্ষার্থীরা কিভাবে বা কাদের ইন্ধনে আন্দোলনে জড়িয়ে পড়েছে সেনিয়ে এলাকার অভিভাবকদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। প্রধান শিক্ষক মামুল ইসলামের ব্যার্থতাকে দায়ি করছেন অনেকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যার্থতার দায়ে শিক্ষা বিভাগ ব্যবস্থা গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন। তবে এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি অনেকটা ক্ষিপ্ত হয়ে যান। তিনি বলেন, এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, বুধবার সকালে স্কুলের সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ না করে বিদ্যালয়ের গেটের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা প্রাক্তন এক ছাত্রীর সাথে সহকারী শিক্ষকের অশালীন আচরণের অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে (যদিও মঙ্গলবার দুুপরে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ওই শিক্ষককে সাময়িক বহি:স্কার করে)। পরে ম্যানেজিং কমিটির সভাপতি বোরহান উদ্দিন চুন্নু ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ প্রশমন করেন । চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন কামান্ডার লে. কর্ণেল আমির মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুজিবনগর যাওয়ার পথে আমঝুপিতে ছাত্রদের অরোধের মুখে পড়েছিলেন। সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আমরা গন্তব্যস্থলের উদ্দ্যেশে রওয়ানা দিই। তবে তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু এ ঘটনায় তিনিও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, খবর পেয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি সামলিয়ে চলে আসার পর শুনি আবারও সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করেছে। পরে আবার সেখানে গিয়ে শিক্ষকদের সাথে পরামর্শ স্কুল ছুটি দেয়া হয়। তবে পরবর্তি ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হবে কেন তিনি শিক্ষার্থীদের নিয়ন্ত্রন করতে পারলেন না। মেহেরপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক জানান, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সাথে আলোচনা হয়েছে। পরবর্তিতে এ ধরণের ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যালয়ে ক্লাস না করিয়ে ছুটি দেয়া হয়েছে বলে প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন। এ প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার বলেন, এ ব্যার্থতার দায় অবশ্যই প্রধান শিক্ষককে নিতে হবে। তিনি বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শোকজ করা হবে। প্রসঙ্গত, প্রাক্তন এক ছাত্রীর সাখে অশালীন আচরণের বিচার চেয়ে তার বাবা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবিরের বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটির কাছে আবেদন করে। একই দাবিতে মঙ্গলবার সকালে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে দুপুরে ম্যানেজিং কমিটি জরুরী সভা করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহি:স্কার করা হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ওই শিক্ষকের কাছে জবাব চাওয়া হয় এবং তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়।