মেহেরপুর নিউজ :
আজ বৃহস্পতিবার ২য় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেহেরপুরের ২টি উপজেলার ৯টি ইউনিয়নের ৮৭ টি কেন্দ্রে একযোগে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৮টায় ভোটদান পর্ব শুরু হয় বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। মেহেরপুরের দুটি উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন চেয়ারম্যান হওয়ার লক্ষে ৩১ জন, ২৭ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ৯৯ জন এবং ৮১ জন সাধারণ সদস্য হওয়ার জন্য ৩২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেহেরপুরের ৯টি ইউনিয়নে ৮৭ টি কেন্দ্রে ৫৮৬ টি বুথে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক লক্ষ ৯৯ হাজার ৫৭৯জন ভোটার ৯ জন চেয়ারম্যান,২৭ জন সংরক্ষিত সদস্য এবং ৮১ জন সাধারণ সদস্য নির্বাচন করবেন। মোট ভোটারের মধ্যে ৯৮ হাজার ৮১০ জন পুরুষ ভোটার এবং ১ লক্ষ ৩৬৯ জন মহিলা ভোটার রয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে ১ হাজার ৯১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ৪৩৫ জন পুলিশ এবং ১ হাজার ৪৭৯ জন আনসার সদস্য রয়েছেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নের জন্য পুলিশ এবং বিজিবি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। থাকছে ম্যাজিস্ট্রেট। নির্বাচনের কয়েকদিন পূর্বে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে ভোট চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ এক সংঘর্ষ ৩ জন নিহত হওয়ার ঘটনায় আজকের নির্বাচনকে ঘিরে উৎকণ্ঠা রয়েছে যথেষ্ট। ৮৭ টি কেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।