রাজনীতি

মেহেরপুরের ৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আজ । নির্বাচনী উত্তাপ না থাকলেও রয়েছে সহিংসতার আশংকা ।। বিজিবি মোতায়েন

By মেহেরপুর নিউজ

August 24, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগষ্ট: আজ রবিবার মেহেরপুরের গাংনী উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন । নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনায় তেমন কোনো উত্তাপ না থাকলেও শতভাগ সহিংসতার আশংকা করছেন রিটার্নিং অফিসার সহ এলাকার সাধারণ ভোটাররা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের মাঝেও রয়েছে চরম শঙ্কা। এদিকে নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনার লক্ষ্যে ২০ সদস্যের ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবদাল হোসেন কালু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। শুন্য পদে নির্বাচনের লক্ষ্যে জুলাই মাসের ২৭ তারিখে তফশিল ঘোষণা করেন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার। ১৭ টি গ্রাম নিয়ে গঠিত ষোলটাকা ইউনিয়নে ভোটার রয়েছে ১৭ হাজার ১২৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৪৪১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৬৮৮ জন। নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান সাবদাল হোসেন কালুর ছেলে ও বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি তালা প্রতীক এবং আওয়ামীলীগ প্রার্থী আইয়ুব আলী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বীতা করছেন। রিটার্নিং অফিসার ও  গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরোয়ার হোসেন জানান,ষোলটাকা ইউপি নির্বাচন উপলক্ষ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে আইন শৃঙ্খলাবাহিনী প্রস্তুত। এছাড়া ইউনিয়নের ১০টি কেন্দ্রের সকল কেন্দ্রই ঝুকিপূর্ন ধরে নির্বাচনে সহিংসতা ঠেকাতে বিজিবি মোতায়েন করা হয়েছে।