নির্বাচন

মেহেরপুরের ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২৭ জন

By মেহেরপুর নিউজ

May 17, 2022

মেহেরপুর নিউজ:

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর সদর উপজেলা ৪ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২৭ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদের ৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ১৯১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইসাথে মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এতে মেহেরপুর পৌর সভার মেয়র পদে ৪ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। সাধারণ সদস্য পদে ৫২ জন। পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন। সাধারণ সদস্য পদে ৪১ জন। নবগঠিত শ্যামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। সাধারণ সদস্য পদে ৫০ জন। এবং নবগঠিত বাড়াদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। সংরক্ষিত সদস্য পদে ১৪ জন। এবং সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।