বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 20, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার পৃথক তিনটি স্থানে তিন অবসরপ্রাপ্ত শিক্ষকের জানাজা শেষে দাফন করা হয়।

তারা হলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক ও সদর উপজেলার আমঝুপি গ্রামের দক্ষিণপাড়ার ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুল হাসান, মেহেরপুর শহরের উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন এবং গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।

শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার আমঝুপি আলীম মাদ্রাসা প্রাঙ্গণে মাসুদুল হাসানের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর শহরের শেখপাড়া ঈদগা ময়দানে জানাযা শেষে শেখপাড়া কবরস্থানে দাফন অনুষ্ঠিত হয় আলাউদ্দিনের। শুক্রবার বাদ জুম্মা গাংনী উপজেলার সাহবেনগর গ্রামে নামাজে জানাযা শেষে দাফন করা হয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের।