শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি: মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের বিএনপি কর্মী রমজান আলীর ছেলে বিদ্যুৎ’র দেড় বিঘা মাছের পুকুরে বিষ দিয়ে নিধন করেছে দূবৃত্তরা। রোববার রাতে দুবৃত্তরা এ ঘটনা ঘটায়। হিজুলী গ্রামের বিএনপি কর্মী রমজান আলী মেহেরপুর নিউজকে জানান, তার ছেলে বিদ্যুৎ একই গ্রামের মৃত আফতাব বিশ্বাসের ছেলে দেলোয়ারের দেড় বিঘার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছে। রোববার সন্ধ্যায় কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। পরে রাতে পুকুর দেখতে য়েয়ে দেখা যায় পুকরের সকল মাছ মরে ভেসে উঠেছে। তবে এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলেও রমজান আলী মেহেরপুর নিউজকে বলেন।