মেহেরপুর নিউজ,১২ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর মোড়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলো: হরিরামপুর গ্রামের বৃদ্ধ জয়নুদ্দিন এবং মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার ইয়ার উদ্দিনের ছেলে বাবু। তারা দু’জনেই মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ক্যাশপপাড়ার বাবু হরিরামপুর থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুরে আসছিলো। অপরদিকে বিপরীত মুখে বৃদ্ধ হরিরামাপুরের উদ্যেশে সাইকেল যোগে যাচ্ছিলেন।পথিমেধ্যে হরিরামপুর মোড়ে পৌছালে তাদের দুজনের মধ্যে মুখামুখি সংঘর্ষ হয়। সংঘষে তারা তারা দুজন দুদিকে ছিটকে পড়ে। পরে গ্রামবাসীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান বৃদ্ধ জয়নদ্দীনের অবস্থা আশংকাজনক।