মেহেরপুর নিউজ,২১ মার্চ: “আমরা শান্তিময় বিশ্ব চাই” এই শ্লোগানে আইপিওয়াইজি’র উদ্যোগে সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির অতিরিক্ত মহাসচিব ও আইপিওয়াইজি’র পিস এ্যাম্বাসেডর জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আশরাফুজ্জামান, মিয়ারুল ইসলাম, মাজবুর হোসেন প্রমুখ। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।