মেহেরপুর নিউজ,২৩ মার্চ: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে একটি ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে মামলত মেম্বার গ্রুপ ও কফিল উদ্দিন মাষ্টার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের ৪ জন অাহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কফিল উদ্দিন মাষ্টারের লোকজনকে নিবৃত করতে মামলত মেম্বারের লোকজন বোমা চালিয়েছে বলে জানান পুলিশ। এতে একটি বোমা বিষ্ফোরিত হলেও অপর একটি বোমা অবিষ্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ মামলত মেম্বারকে আটক করে তার বাড়ি তল্লাশী চালাচ্ছে।
মামলত মেম্বার জানান, বিবাদমান বিরোধকে কেন্দ্র করে কফিল উদ্দিন মাষ্টারের লোকজন হঠাৎ করে সোমবার সন্ধ্যায় তাদের উপর হামলা চালায়। তাদের উপুর্যপরী হামলায় মামলত মেম্বার ও তার ভাই আতাহার জখম হয়।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, একটি ছাগল চুরির ঘটনায় উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। তিনি আরো জানান, মামলত মেম্বারের বাড়ি থেকে জনগনের উপর বোমা হামলা করায় তাকে আটক করা হয়েছে। এবং তার বাড়ি তল্লাশি চলছে।