মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মহীউদ্দিন আহমেদ সহ
দেশের বিভিন্ন স্থানে দায়িত্বরত ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব সনজীদা শরমিন।প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন।এ আদেশ জনস্বার্থে দ্রুত কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মহীউদ্দিন আহমেদকে ওএসডি করার পর মেহেরপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চাঁদপুরের ইউ এইচ এফ পিও ডা. আবু সাঈদকে।
আগামীকাল মঙ্গলবার ডা. মহীউদ্দিন আহমেদ মেহেরপুরে তার শেষ কর্মদিবস হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।