মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাইঃ
মেহেরপুরের
কলেজ রোডে অবস্থিত সালাম ক্লিনিকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪৭ টি মেয়াদ উত্তির্ণ স্যালাইন,২ প্যাকেট আলজিরিন ট্যাবলেট ও ৫ প্যাকেট সেফা-৪ এন্টিবায়োটিক ইনজেকশন উদ্ধার করেছে। সালাম ক্লিনিকের ওষুধ গোডাউনে তল্লাশী চালিয়ে এই মেয়াদ উত্তির্ণ স্যালাইন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আমিনুল ইসলাম। এসব রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫১) ও (৫২) ধারায় দোষী সাব্যস্ত করে ক্নিনিকের মালিক ডাঃ আব্দুস সালামকে ২০ হাজার টাকা ও ম্যানেজার শহরের গড়পাড়ার মসলেম আলীর ছেলে সৈয়দ মাহাবুবুল ইসলাম শিমুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করে ভ্রাম্যমান আদালত থেকে মুক্তি পান অভিযুক্ত মালিক ও ম্যানেজার। তবে পালিয়ে বেঁচেছেন অভিযুক্ত ও ঘটনার মূলহোতা নার্স ফেরদৌসি আক্তার জোসনা।
গতরাতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সানোয়ারা থাতুন(৬০) চিকিৎসার জন্য ভর্তি হন স্থানীয় সালাম ক্লিনিকে। রোববার সকালে ক্লিনিকের দায়িত্বরতরা সানোয়ারা থাতুনের শরীরে অপসো স্যালাইন ডিএনএস পুশ করে। স্যালাইন দেওয়ার পরপরই সে আরোও অসুস্থ হয়ে পড়ে। রোগীর লোকজন স্যালাইনটি পরীক্ষা করে দেখে স্যালাইনটি মেয়াদ উত্তির্ণ। তাৎক্ষনিকভাবে তারা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ভ্রাম্যমান আদালতের টিম সাথে নিয়ে সালাম ক্লিনিকে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ক্লিনিকের ওষুধ গোডাউনে তল্লাশী চালিয়ে আরোও ৪৭ টি মেয়াদ উত্তির্ণ স্যালাইন ২ প্যাকেট আলজিরিন ট্যাবলেট ও ৫ প্যাকেট সেফা-৪ এন্টিবায়োটিক ইনজেকশন উদ্ধার করে। ভ্রাম্যমান আদালতের টিম এসব মেয়াদ উত্তির্ণ স্যালাইন ও ওষুধ ধ্বংস করেছে বলে মেহেরপুর নিউজকে জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিচ্ছেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,মেহেরপুর সদর থানা পুলিশের এ এস আই আব্দুল হক।